Rules Resolution

Serial No. Description
1

শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য কিছু নির্দিষ্ট বিধি ও প্রবিধান মেনে চলা বাধ্যতামূলক। এই বিধিগুলো ছাত্র-ছাত্রী, শিক্ষক, ও কর্মচারীদের জন্য প্রযোজ্য।


ছাত্রছাত্রীদের জন্য বিধি:

১) পোশাক বিধি: সকল ছাত্রছাত্রীকে নির্ধারিত কলেজের ইউনিফর্ম পরিধান করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক ও শৃঙ্খলাপূর্ণ আচরণ বজায় রাখা আবশ্যক।


২) হাজিরা: প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। ৮০% এর কম উপস্থিতি থাকলে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।


৩) শৃঙ্খলা ও আচরণ: কলেজ প্রাঙ্গণে শৃঙ্খলা রক্ষা করা, অসৌজন্যমূলক আচরণ থেকে বিরত থাকা এবং সহপাঠীদের প্রতি শ্রদ্ধাশীল থাকা আবশ্যক।


৪) মোবাইল ফোন ব্যবহার: ক্লাস চলাকালীন মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অনুমতি নিতে হবে।


৫) পরীক্ষার নিয়মাবলি: সকল পরীক্ষায় সঠিক সময়ে উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষার বিধি মেনে চলতে হবে। নকল বা অসদুপায় অবলম্বন কঠোরভাবে নিষিদ্ধ।


শিক্ষকদের জন্য বিধি:

১) পোশাক ও আচরণ: শিক্ষকদের দৃষ্টিনন্দন ও মার্জিত পোশাক পরিধান করতে হবে এবং ছাত্রছাত্রীদের জন্য দৃষ্টান্তমূলক আচরণ প্রদর্শন করতে হবে।


২) ক্লাস পরিচালনা: সময়মতো ক্লাসে উপস্থিত থাকা এবং ক্লাসের পাঠদানের কার্যক্রম সময়মতো শেষ করতে হবে।


৩) শিক্ষার্থীদের মূল্যায়ন: শিক্ষার্থীদের পড়াশোনায় সঠিকভাবে মূল্যায়ন ও তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে যথাযথ দিকনির্দেশনা দিতে হবে।


কর্মচারীদের জন্য বিধি:

১) দায়িত্ব ও কর্তব্য: কলেজ প্রাঙ্গণের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অফিসিয়াল কাজ যথাযথভাবে সম্পন্ন করতে হবে।


২) সময়নিষ্ঠা: সময়মতো অফিসে উপস্থিত থাকা এবং সঠিকভাবে দায়িত্ব পালন করা আবশ্যক।


সাধারণ বিধি:

১) কলেজ সম্পত্তির রক্ষণাবেক্ষণ: কলেজের যেকোনো সম্পত্তি যথাযথভাবে ব্যবহার করতে হবে এবং সম্পত্তি নষ্ট না করার বিষয়ে সকলকে দায়িত্বশীল হতে হবে।


২) নিরাপত্তা ব্যবস্থা: কলেজের নিরাপত্তা রক্ষার্থে প্রবেশপথে আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক।


৩) ধূমপান ও মাদক নিষিদ্ধ: কলেজ প্রাঙ্গণে ধূমপান বা মাদক গ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।


৪) বিজ্ঞানাগার ও গ্রন্থাগার ব্যবহার: বিজ্ঞানাগার ও গ্রন্থাগার ব্যবহারের সময় নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলতে হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যবহৃত উপকরণ ফেরত দিতে হবে।


৫) অনুমোদিত কার্যক্রম: কলেজের অনুমতি ছাড়া কোনো সংগঠন, ক্লাব বা ব্যক্তিগত কার্যক্রম পরিচালনা করা যাবে না।


এই বিধি ও প্রবিধান মেনে চলা সকলের জন্য আবশ্যক। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা রক্ষা করে কলেজ প্রাঙ্গণে একটি সুন্দর ও শিক্ষণীয় পরিবেশ বজায় রাখতে সহায়তা করবে।

President

pri

বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার ৯নং সাব-সেক্টর সেকেন্ড-ইন-কমান্ড

"স্বপন কেন গোপন রবে, সফল কেন হবে নাআমার স্বপন করব সফল, ব্যর্থ হতে দেবনা"বাংলাদেশের দক্ষিন-পশ্চিম প্রান্তে বাগেরহাট খানজাহান আলী স্মৃতি বিজড়িত, বঙ্গোপস...

Head Teacher / Principal

মোঃ নূরুল আলম ফকির

অধ্যক্ষ  মোঃ  নূরুল  আলম  ফকির।  ১৯৬৭  সালের  ১৩ই  আগস্ট  বাগেরহাট  জেলার  মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী গ্রামে জন্মগ্রহণ করেন। মোরেলগঞ্জ আদর্শ পাঠশালা থ...

Google Map

Official Facebook Page

National Anthem