Rules Resolution
Serial No. | Description |
---|---|
1 | শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য কিছু নির্দিষ্ট বিধি ও প্রবিধান মেনে চলা বাধ্যতামূলক। এই বিধিগুলো ছাত্র-ছাত্রী, শিক্ষক, ও কর্মচারীদের জন্য প্রযোজ্য। ছাত্রছাত্রীদের জন্য বিধি: ১) পোশাক বিধি: সকল ছাত্রছাত্রীকে নির্ধারিত কলেজের ইউনিফর্ম পরিধান করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক ও শৃঙ্খলাপূর্ণ আচরণ বজায় রাখা আবশ্যক। ২) হাজিরা: প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। ৮০% এর কম উপস্থিতি থাকলে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। ৩) শৃঙ্খলা ও আচরণ: কলেজ প্রাঙ্গণে শৃঙ্খলা রক্ষা করা, অসৌজন্যমূলক আচরণ থেকে বিরত থাকা এবং সহপাঠীদের প্রতি শ্রদ্ধাশীল থাকা আবশ্যক। ৪) মোবাইল ফোন ব্যবহার: ক্লাস চলাকালীন মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অনুমতি নিতে হবে। ৫) পরীক্ষার নিয়মাবলি: সকল পরীক্ষায় সঠিক সময়ে উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষার বিধি মেনে চলতে হবে। নকল বা অসদুপায় অবলম্বন কঠোরভাবে নিষিদ্ধ। শিক্ষকদের জন্য বিধি: ১) পোশাক ও আচরণ: শিক্ষকদের দৃষ্টিনন্দন ও মার্জিত পোশাক পরিধান করতে হবে এবং ছাত্রছাত্রীদের জন্য দৃষ্টান্তমূলক আচরণ প্রদর্শন করতে হবে। ২) ক্লাস পরিচালনা: সময়মতো ক্লাসে উপস্থিত থাকা এবং ক্লাসের পাঠদানের কার্যক্রম সময়মতো শেষ করতে হবে। ৩) শিক্ষার্থীদের মূল্যায়ন: শিক্ষার্থীদের পড়াশোনায় সঠিকভাবে মূল্যায়ন ও তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে যথাযথ দিকনির্দেশনা দিতে হবে। কর্মচারীদের জন্য বিধি: ১) দায়িত্ব ও কর্তব্য: কলেজ প্রাঙ্গণের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অফিসিয়াল কাজ যথাযথভাবে সম্পন্ন করতে হবে। ২) সময়নিষ্ঠা: সময়মতো অফিসে উপস্থিত থাকা এবং সঠিকভাবে দায়িত্ব পালন করা আবশ্যক। সাধারণ বিধি: ১) কলেজ সম্পত্তির রক্ষণাবেক্ষণ: কলেজের যেকোনো সম্পত্তি যথাযথভাবে ব্যবহার করতে হবে এবং সম্পত্তি নষ্ট না করার বিষয়ে সকলকে দায়িত্বশীল হতে হবে। ২) নিরাপত্তা ব্যবস্থা: কলেজের নিরাপত্তা রক্ষার্থে প্রবেশপথে আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক। ৩) ধূমপান ও মাদক নিষিদ্ধ: কলেজ প্রাঙ্গণে ধূমপান বা মাদক গ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। ৪) বিজ্ঞানাগার ও গ্রন্থাগার ব্যবহার: বিজ্ঞানাগার ও গ্রন্থাগার ব্যবহারের সময় নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলতে হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যবহৃত উপকরণ ফেরত দিতে হবে। ৫) অনুমোদিত কার্যক্রম: কলেজের অনুমতি ছাড়া কোনো সংগঠন, ক্লাব বা ব্যক্তিগত কার্যক্রম পরিচালনা করা যাবে না। এই বিধি ও প্রবিধান মেনে চলা সকলের জন্য আবশ্যক। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা রক্ষা করে কলেজ প্রাঙ্গণে একটি সুন্দর ও শিক্ষণীয় পরিবেশ বজায় রাখতে সহায়তা করবে। |