Exam Rules

    # পরীক্ষার্থীকে প্রবেশপত্রসহ ১৫ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
    # পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া অন্য কোনো অননুমোদিত কাগজপত্র বা ক্যালকুলেটর বা মোবাইল ফোন সঙ্গে আনা যাবে না।
    # উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্ধারিত স্থানে নাম, বিষয়, কেন্দ্র ও রোল নম্বর সুস্পষ্ট করে লিখতে হবে। অন্য কোনো কিছু লেখা যাবে না।
    # উত্তরপত্রের ভিতরে বা বাইরে পরীক্ষার্থীর নাম, ঠিকানা, রোল নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয়/আপত্তিকর কোনো কিছু লেখা যাবে না।
    # খসড়ার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। প্রদত্ত উত্তরপত্রে খসড়ার কাজ করতে হবে এবং তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে।
    # অতিরিক্ত উত্তরপত্রের প্রয়োজন হলে পরীক্ষার্থী কেবল দঁাড়িয়ে কর্তব্যরত ইনভিজিলেটর-এর দৃষ্টি আকর্ষণ করবে।
    # পরীক্ষার্থীকে প্রত্যেক বিষয়ের জন্য হাজিরা শিটে অবশ্যই স্বাক্ষর করতে হবে। অন্যথায় এ বিষয় বা বিষয়সমূহে তঁাকে অনুপস্থিত বলে গণ্য করা হবে।

President

pri

বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার ৯নং সাব-সেক্টর সেকেন্ড-ইন-কমান্ড

"স্বপন কেন গোপন রবে, সফল কেন হবে নাআমার স্বপন করব সফল, ব্যর্থ হতে দেবনা"বাংলাদেশের দক্ষিন-পশ্চিম প্রান্তে বাগেরহাট খানজাহান আলী স্মৃতি বিজড়িত, বঙ্গোপস...

Head Teacher / Principal

মোঃ নূরুল আলম ফকির

অধ্যক্ষ  মোঃ  নূরুল  আলম  ফকির।  ১৯৬৭  সালের  ১৩ই  আগস্ট  বাগেরহাট  জেলার  মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী গ্রামে জন্মগ্রহণ করেন। মোরেলগঞ্জ আদর্শ পাঠশালা থ...

Google Map

Official Facebook Page

National Anthem