# পরীক্ষার্থীকে প্রবেশপত্রসহ ১৫ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। # পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া অন্য কোনো অননুমোদিত কাগজপত্র বা ক্যালকুলেটর বা মোবাইল ফোন সঙ্গে আনা যাবে না। # উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্ধারিত স্থানে নাম, বিষয়, কেন্দ্র ও রোল নম্বর সুস্পষ্ট করে লিখতে হবে। অন্য কোনো কিছু লেখা যাবে না। # উত্তরপত্রের ভিতরে বা বাইরে পরীক্ষার্থীর নাম, ঠিকানা, রোল নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয়/আপত্তিকর কোনো কিছু লেখা যাবে না। # খসড়ার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। প্রদত্ত উত্তরপত্রে খসড়ার কাজ করতে হবে এবং তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে। # অতিরিক্ত উত্তরপত্রের প্রয়োজন হলে পরীক্ষার্থী কেবল দঁাড়িয়ে কর্তব্যরত ইনভিজিলেটর-এর দৃষ্টি আকর্ষণ করবে। # পরীক্ষার্থীকে প্রত্যেক বিষয়ের জন্য হাজিরা শিটে অবশ্যই স্বাক্ষর করতে হবে। অন্যথায় এ বিষয় বা বিষয়সমূহে তঁাকে অনুপস্থিত বলে গণ্য করা হবে।