লক্ষ্য ও উদ্দেশ্য

  • ভিশনঃ(Vision)

     

    শিক্ষার্থীর সার্বিক বিকাশের মাধ্যমে মানবিক, সামাজিক ও নৈতিক গুণসম্পন্ন জ্ঞানী, সৃজনশীল, দেশপ্রেমিক, একুশ শতকের উপযোগী মানসম্পন্ন দক্ষ মানব সম্পদ উন্নয়নে সাধারণ শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা বাস্তবায়ন করা।

     

    মিশনঃ (Mission)

     

    ১) শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা বিকাশের মাধ্যমে সৃজনশীলতা কল্পনা ও অনুসন্ধিসা বৃদ্ধি করা।

    ২) শিক্ষার্থীর মধ্যে মানবিক গুণাবলী যেমনঃ নৈতিক মূল্যবোধ, সততা, অধ্যবসায়, সহিষ্ণুতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস, সদাচার, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, নান্দনিকতাবোধ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও ন্যায় বিচার সৃদৃঢ় ভাবে প্রতিষ্ঠা করা।

    ৩) শ্রমের মর্যদা, কাজের অভ্যাস ও কাজ করতে আগ্রহী হওয়ার প্রতি ইতিবাচক মনোভাব বিকশিত করা যাতে শিক্ষার্থী ব্যক্তিগত এবং দলগত উভয় ধরনের কাজ সম্পাদনে নৈতিকতা ও দায়িত্বশীলতা সৃষ্টি করা।

    ৪) শিক্ষার্থীকে প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে আত্মবিশ্বাসী এবং সৃজনশীলতা হিসাবে তৈরি করা।

    ৫) শিক্ষার্থী যাতে জীবনমান উন্নয়নের জন্য জীবন ঘনিষ্ট বিভিন্ন সমস্যা অনুসন্ধান ও সমাধানে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পদ্ধতি প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও যোগ্যতা অর্জনে সহায়তা করা।

    ৬) দক্ষ জনশক্তি যোগান দেয়ার সুযোগ সৃষ্টিতে শিক্ষার্থীদের স্বাবলম্বি ও দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে উঠতে সহায়তা করা।

     

    কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives):

     

    ১) কর্মমুখী শিক্ষা, ব্যবহারি শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে প্রবেশগম্যতার(Access)উন্নয়ন ঘটানো।

    ২) দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে উপযোগী দক্ষমানব সম্পদ তৈরী করা।

    ৩) শিক্ষা ব্যবস্থাপনায় সুশাসন জোরদার করা।

    ৪) মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য ও জাতীয় সংস্কৃতির সংরক্ষণ ও লালন করা।

Founder

pri

বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার ৯নং সাব-সেক্টর সেকেন্ড-ইন-কমান্ড

"স্বপন কেন গোপন রবে, সফল কেন হবে নাআমার স্বপন করব সফল, ব্যর্থ হতে দেবনা"বাংলাদেশের দক্ষিন-পশ্চিম প্রান্তে বাগেরহাট খানজাহান আলী স্মৃতি বিজড়িত, বঙ্গোপস...

Principal

মোঃ নূরুল আলম ফকির

অধ্যক্ষ  মোঃ  নূরুল  আলম  ফকির।  ১৯৬৭  সালের  ১৩ই  আগস্ট  বাগেরহাট  জেলার  মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী গ্রামে জন্মগ্রহণ করেন। মোরেলগঞ্জ আদর্শ পাঠশালা থ...

Official Facebook Page

National Anthem

Emergency Hotline