এক নজরে



প্রতিষ্ঠাঃ

১৯৭৮ খ্রিঃ।

প্রতিষ্ঠাতাঃ

শামছুল আলম তালুকদার

মুক্তিযোদ্ধা, ৯নং সেক্টরের সুন্দরবন সাব-সেক্টরের সেকেন্ড-ইন-কমান্ড

সরকারিকরণঃ

০৮-০৮-২০১৮ খ্রিঃ।

সরকারিকরণের প্রধান পৃষ্ঠপোষকঃ

ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন, সাবেক সংসদ সদস্য, বাগেরহাট-০৪।

মৌজাঃ

আমড়াগাছিয়া, মৌজা-০৬, ওয়ার্ড নং-০৭, রাজৈর, ০২নং খোন্তাকাটা ইউনিয়ন।

পোস্ট কোডঃ

৯৩৩০।

বিভাগ সংখ্যাঃ

০৫ (কলা-৩, বি.বি.এ-২)

উচ্চ মাধ্যমিকঃ

বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক, এইচ.এস.সি. (বি.এম), এইচ.এস.সি. ও বি.এ./বি.এস.এস. (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

বিভাগসমূহঃ

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা

প্রদত্ত ডিগ্রি সমূহঃ

এইচ.এস.সি, বি.এ (পাস), বি.এস.এস (পাস), বি.বি.এস (পাস), বি.এ (সম্মান), বি.এস.এস (সম্মান), বি.বি.এস (সম্মান) এবং ডিগ্রি (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

শিক্ষক সংখ্যাঃ

৬২ জন (অধ্যক্ষ-১, সহকারি অধ্যাপক-০৮, সিনিয়র প্রভাষক-০৯, প্রভাষক-৩৮, প্রদর্শক-৪, গ্রন্থাগারিক-১ এবং শরীরচর্চা শিক্ষক-১)।

কর্মচারীর সংখ্যাঃ

২০ জন।

বেসরকারি কর্মচারীঃ

১০ জন।

সহায়ক সুবিধাঃ

বিভাগীয় সেমিনার, গ্রন্থাগার, মুক্তিযুদ্ধ কর্ণার এবং অডিটরিয়াম।

অন্যান্যঃ

প্রশাসনিক ভবন-১, আইসিটি ভবন-১, একাডেমিক-২, অডিটরিয়াম-১, ব্যবসায় শিক্ষা ভবন-১, ছাত্র হোস্টেল-১, ছাত্রী হোস্টেল-১, রোভার ডেন-১, সভাকক্ষ-১, কেন্দ্রিয় মসজিদ, শহীদ মিনার, স্বাস্থ্য কেন্দ্র, সাইক্লোন সেল্টার, খেলার মাঠ, কলেজ ক্যান্টিন, ভান্ডার কক্ষ, পুকুর ও ফুলের বাগান।

President

pri

বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার ৯নং সাব-সেক্টর সেকেন্ড-ইন-কমান্ড

"স্বপন কেন গোপন রবে, সফল কেন হবে নাআমার স্বপন করব সফল, ব্যর্থ হতে দেবনা"বাংলাদেশের দক্ষিন-পশ্চিম প্রান্তে বাগেরহাট খানজাহান আলী স্মৃতি বিজড়িত, বঙ্গোপস...

Head Teacher / Principal

মোঃ নূরুল আলম ফকির

অধ্যক্ষ  মোঃ  নূরুল  আলম  ফকির।  ১৯৬৭  সালের  ১৩ই  আগস্ট  বাগেরহাট  জেলার  মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী গ্রামে জন্মগ্রহণ করেন। মোরেলগঞ্জ আদর্শ পাঠশালা থ...

Google Map

Official Facebook Page

National Anthem